আমার প্রিয় শখ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রচনা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। যা একজন শিক্ষার্থীর চিন্তা-ভাবনাকে সুপ্রসারিত করে এবং বিকাশ ঘটায়। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রচনা গুরুত্বপূর্ণ।
আমার প্রিয় শখ
ভূমিকা : আমরা প্রতিদিন কোন না কোন কাজ করে থাকি, আর এই কাজের মধ্য দিয়ে আমাদের শরীরের পাশাপাশি মনও ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্তি থেকে মুক্তি পেতে আমরা বিভিন্ন রকম শখের কাজ করে থাকি। শখের কাজ আমাদের দেহ ও মনকে প্রফুল্ল করে।
আমার শখ: পৃথিবীর সকল মানুষের কোন না কোন ধরনের শখ আছে। মানুষের মাঝে শখ সম্পর্কে নানা রকম বৈচিত্র্যও দেখা যায়। কারও শখ বাগান করা, কারও ডাকটিকিট সংগ্রহ, কেউ ছবি আঁকে কেউ বা আবার ভ্রমণ করে। তেমনি আমার একটি শখ রয়েছে। আর তাহলো বাগান করা।
পছন্দের কারণ: গাছপালা আমার খুবই পছন্দ। গাছের সবুজ পাতা বা ডালে ডালে ফুটে থাকা বাহারী ফুলের সৌন্দর্য তুলনাহীন। তাছাড়া বাগানে কাজ করার মাধ্যমেও অত্যন্ত আনন্দ লাভ করা যায়।
আমি যা যা করি: আমাদের বাড়ির সামনে খানিকটা খালি জায়গা রয়েছে। সেখানে আমি একটি ছোট বাগান করেছি। বাগানে আছে কয়েক রকমের ফুল আর সবজির গাছ। প্রতিদিন ভোরে ও বিকেলে আমি বাগানে কাজ করি। পানি, সার ইত্যাদি দেওয়া, আগাছা পরিষ্কার করাসহ গাছগুলোর নানা রকম যত্ন নিই।
উপকারিতা: প্রতিটি মানুষের জীবনেই অবসর যাপনের প্রয়োজন রয়েছে। আর শখের কাজগুলো করার মাধ্যমেই অবসর সময়গুলো সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা যায়। এ ধরনের কাজ আমাদের শরীর ও মনের ক্লান্তি ও জড়তা দূর করে। বাগানে কাজ আমি অত্যন্ত আনন্দ পাই। ফুলের গাছগুলোতে যখন ফুল ফোটে বা কোনো সবজির গাছে ফলন হতে দেখি তখন মনটা খুশিতে ভরে যায়। তাছাড়া বাগান থেকে পাওয়া তাজা সবজিগুলোও আমাদের কাজে আসে।
উপসংহার: গাছপালা মানুষের সবচেয়ে ভালো বন্ধু। তাই এদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। বাগান করার মাধ্যমে আমি আমার শখ পূরণের পাশাপাশি এ দিকটার প্রতিও খেয়াল রাখি। শরীর ও মনকে সুস্থ-সতেজ রাখার জন্য সবারই উচিত কোনো কোনো শখের কাজ করা।